শোক সংবাদ আবেদা খাতুন হেনা চলে গেলেন পরপারে
মোঃ নুরনবী
বালিয়াডাঙ্গী
ঠাকুরগাঁও প্রতিনিধি,
আবেদা খাতুন হেনা
বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীর জনক বঙ্গোবন্ধু শেখ মুজিবর রহমানের ঘনিষ্ঠ সহচর ভাষা সৈনিক অ্যাডভোকেট মরহুম দবিরুল ইসলামের সহধর্মিনী বিশিষ্ঠ সমাজ সেবিকা আবেদা খাতুন হেনা (১০৫) বার্ধক্য জনিত কারণে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) /২৩) সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন-(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। তিনি তিন ছেলে, নাতী-নাতনী, আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি হলেন- জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবিব বুলবুল ও ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামীলীগের মনোনয়োন প্রত্যাশী সংসদ সদস্য প্রাথী আহসান উল্লাহ ফিলিপ এবং আহসান হাকিম দিলিপের মা। মরহুমার জানাজা নামাজ ও দাফন কাজ আগামীকাল রবিবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টায় সময় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বামুনিয়া গ্রামে তার পারিবারিক গোরস্থানে অনুষ্ঠিত হবে। উক্ত জানাজা নামাজ ও দাফন কাজে মরহুমার সকল আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের অংশ গ্রহণের জন্য তার মেঝো ছেলে ঠাকুরগাঁও- ২ আসনের আওয়ামীলীগের মনোনয়োন প্রত্যাশী সংসদ সদস্য প্রাথী আহসান উল্লাহ ফিলিপ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবি মানুষ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশসহ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন