বাকাকুড়ায় এডি এম শহিদুল ইসলাম এর গণসংযো
আল-আমিন স্টাফ রিপোর্টার:
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর (৩) আসনের মনোনয়ন প্রত্যাশী শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা এডিএম শহিদুল ইসলাম গণসংযোগ করছেন ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজারে। শনিবার বিকেল ৫ টার দিকে বাকাকুড়া বাজারের সর্বস্তরের মানুষের সাথে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এডিএম শহিদুল ইসলাম এর গণসংযোগে তার তৃনমুল থেকে উঠে আশা সকল কিছু বক্তব্যের মাধ্যমে তুলে ধরে বলেন আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান আমি আপনাদের সেবা করতে চাই, আপনাদের সেবক দিসেবে আপনারদের জন্য কাজ করতে চাই। তিনি বলেন আমি কৃষক পরিবারের সন্তান আমি বুঝি শ্রমিক ও কৃষক ভাইদের মনের কষ্ট দুঃখ বেদনা। আমার সবার প্রতি রইল সালাম প্রত্যেক ঘরে ঘরে মা বোন দের কাছে পৌছে দিবেন আমার ছালাম। তিনি আরো বলেন আমি সকলের নিকট দোয়া চাই আল্লাহ যে আমাকে নমিনেশন পাওয়ায়, আমি যেন কৃষক শ্রমিক ভাই বোনদের জন্য মহান সংসদে বসে দুটি কথা বলতে পারি।
এ সময় বক্তব্য রাখেন কাংশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আনারুল্লাহ আনোয়ার তিনি বলেন, আজকে সারা বাংলাদেশ উন্নয়নের জুয়ারে হইছে,এই উন্নয়ন চলমান রাখতে হলে সামনে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী বানাতে হবে। তারি ধারা বাহিকতায় আজকে অনেকেই নৌকার পার্থী হয়েছে, তার বক্তব্যের মধ্যে এডিএম শহিদুল ইসলামের সকল বিষয় তুলে ধনেন। এবং আরো বলেন আপনি জদি নৌকা মার্কা আনতে পারেন তাহলে আপনার বিজয় সুনিশ্চিত, কাংশা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে তার বক্তব্য শেষ করেন। ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনী সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় আওয়ামী ও আওয়ামী লীগের অংগ সহযোগী সংগঠনের নেতাকর্মী,সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন সস্তরের প্রায় বেশ কত শত লোক জন উপস্তিত ছিলেন।