Wednesday , 6 September 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

রংপুর মেডিকেলে হিমঘরের ফ্রিজ নষ্ট, লাশে পচন

প্রতিবেদক
Staff Reporter
September 6, 2023 10:57 am

রংপুর মেডিকেলে হিমঘরের ফ্রিজ নষ্ট, লাশে পচন।

মামুন রংপুর।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একমাত্র হিমঘরের ফ্রিজগুলো অকেজো হয়ে পড়ে আছে চার দিন ধরে।
এতে ফ্রিজের ভেতরে থাকা লাশ পচন ধরেছে।
ফলে প্রচণ্ড দুর্গন্ধে হিমঘরের আশপাশ দিয়ে চলাচল করাই দায় হয়ে পড়েছে।
তবে দু-একদিনের মধ্যেই ফ্রিজ মেরামতের কাজ শুরু হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এক হাজার শয্যাবিশিষ্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালটিতে প্রতিদিনই দুই হাজারের বেশি রোগী থাকছে।
গড়ে প্রতিদিন এ হাসপাতালে ৭ থেকে ৮ জন রোগী মারা যায়। মারা যাওয়া বেওয়ারিশ ও মামলা সংক্রান্ত কারণে অনেক লাশ হাসপাতালের ডেথ হাউজ বা হিমঘরের ফ্রিজে মাসের পর মাস রাখতে হয়।
হাসপাতালের নিচতলার পশ্চিম কোণে অবস্থিত ডেথ হাউজটিতে ফ্রিজ রয়েছে চার টি ।
হঠাৎ তিনটি ফ্রিজই বিকল হয়ে পড়ায় সংরক্ষিত লাশগুলোতে পচন ধরেছে। দুর্গন্ধে হাসপাতাল কর্মী, রোগী ও স্বজনরা খুবই বিরক্ত। হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর স্বজন মাহমুদ আলী জানান, ‘লাশ পচা দুর্গন্ধে ডেথ হাউজের পাশ দিয়ে চলাচল করাই মুশকিল হয়ে পড়েছে।
নাকে রুমাল চেপেও কাজ হচ্ছে না। পুরো পরিবেশই নষ্ট হচ্ছে এই দুর্গন্ধে।’ হিমঘরের কর্তব্যরত ডোম মানু লাল জানান, ফ্রিজগুলো প্রায়ই নষ্ট থাকে।
তবে অনেকদিনের পুরনো হওয়ায় এবার সব ফ্রিজ একসঙ্গে নষ্ট হয়ে গেছে। ডেথ হাউজের কর্মচারী ফারুক বলেন, ‘ফ্রিজ নষ্ট হওয়ার বিষয়টি আমরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছি।
লাশ পচা গন্ধে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এখানে ডিউটি করাই অসম্ভব হয়ে পড়েছে।’ এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. ইউনুস আলী সাথে কথা বললে তিনি বিষয়টি এরিয়ে যাওয়ার চেষ্টা করে বলেন আমি আজ মিটিং এ ব্যস্থ আছি আপনারা আগামী সোমবার আসেন।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুচ্ছ গ্রামের ১০টি বাড়ি ভস্মীভূত হয়ে প্রায়। ২০লক্ষাধিক টাকার ক্ষতিসাধন

সময় টিভির রংপুর ব্যুরো প্রধান রতন সরকার আর নেই।

আক্কেলপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী সকলকে শুভেচ্ছা জানালেন ‘গণ-ফ্রন্ট’ নেতা টুটুল তালুকদার

সাপ খেলায় হেরে গেছে বিএনপি: শামীম ওসমান

সিরাজগঞ্জের রায়গঞ্জে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

মাত্র ৮ ঘন্টা ৩০ মিনিটের সফল অভিযানে মোটরসাইকেল সহ চোর আটক

শেরপুর ঝিনাইগাতীতে ভারতীয় প্রসাধনী সামগ্রী সহ ৩ জন গ্রেফতার

সাংবাদিক মিলনকে হত্যার ঘটনায় ড্রাম ট্রাকের হেলপার গ্রেফতার।

টাঙ্গাইলের ধনবাড়ী‌তে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত ।