Wednesday , 30 August 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

ডাবের মুল্য তদারকির জন্য গভীর রাতে ভোক্তা অধিদপ্তরের অভিযান।

প্রতিবেদক
Staff Reporter
August 30, 2023 5:11 pm

নিজস্ব প্রতিবেদকঃ আশিক হাসান সীমান্ত ঢাকা:-

গত ২৯-০৮-২০২৩ তারিখ রাত ১২.১৫ মিনিট থেকে ভোর ৫.৩০ মিনিট পর্যন্ত ডাবের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ অনুসন্ধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনু্যায়ী অধিদপ্তর কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হয়।

ঢাকা মহানগরীর কারওয়ান বাজার, বেড়িবাঁধ ও যাত্রাবাড়ী ডাবের পাইকারি আড়তে এই অভিযান পরিচালিত হয়।অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মন্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ শরিফুল ইসলাম।

শুরুতে কারওয়ান বাজারে পরিচালিত অভিযানে দেখা যায় সেখানে ডাবের মূল্য তালিকা প্রদর্শন হলেও ডাব ক্রয়-বিক্রিতে পাকা রশিদ সংরক্ষণ করা হচ্ছে না এবং মূল্য তালিকায় প্রদর্শনকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ডাব বিক্রি করা হয়েছে। বর্ণিত অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অতঃপর যাত্রাবাড়ী ডাবের আড়তে তদারকিতে গেলে সকাল ৭.০০ টার সময় ডাব বিক্রি শুরু হবে মর্মে আড়তদাররা জানান। বেড়িবাঁধ এলাকায় অভিযানে দেখা যায় ডাব বিক্রয়ের ক্ষেত্রে কার্বন কপি ছাড়া রশিদ দেয়া হয়েছে এবং বিক্রেতাগণ ডাব ক্রয়ের রশিদ দেখাতে পারেনি।

উল্লেখ্য, এসব আড়তে গড় ক্রয়মূল্য ৬৫/- থেকে ৭০/- টাকা এবং বিক্রি মূল্য ৪০/-, ৫০/-, ৭৫/-, ৮০/- এবং সবচেয়ে বড় বাছাইকৃত ডাব ১০০/- থেকে ১২০/- টাকায় বিক্রি হতে দেখা যায়। জনস্বার্থে অধিদপ্তর কর্তৃক এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ধন্যবাদান্তে
আতিয়া সুলতানা
উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার)
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুর জেলা ও মহানগর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়

সিরাজগঞ্জ সদর থানা এলাকা হতে ছিনতাই চক্রের ০৫ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

কাউনিয়ায় প্রভাষক শিপনের সহযোগিতায় মসজিদের নির্মাণ কাজ।

মায়ের শ্রদ্ধাঞ্জলি বিকাশ দাসগুপ্তের।

ধনবাড়ী সরকারি কলেজে আন্তঃকলেজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইল খেলা

গাজীপুরে যৌতুকের দাবিতে সংসার ভেঙে দিল প্রতারক মাজাহারুল।

হজের সময় পবিত্র মক্কা-মদিনায় তীব্র তাপ ও ধুলোঝড়ের শঙ্কা।

দৌলতপুরে শিক্ষকদের নেতৃত্ব স্কাউটসদের পরিষ্কার পরিছন্নতা কাজে অংশ গ্রহণ।

ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক জাহাঙ্গীর এর জন্য দোয়া মাহফিল ।

দিনাজপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে গুচ্ছ গ্রামের ১০টি বাড়ি ভস্মীভূত হয়ে প্রায়। ২০লক্ষাধিক টাকার ক্ষতিসাধন