জাহিদুল ইসলাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি, কুষ্টিয়:-
গত ০৩ আগষ্ট ২০২৩ তারিখ কুষ্টিয়া জেলার সদর উপজেলার মজমপুরস্থ বানী সিনেমা হল গলির জনৈক মোজাফ্ফর তেল পাম্পের মালিকের ভাড়া বাসায় ইজিবাইক চালক নাজির আহমেদ হিরু(৪৬) নামক এক ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং তার ইজিবাইক চুরি করে ও তার লাশ লুকানোর জন্য ঐ বাসার পশ্চিম-দক্ষিন কোনায় একটি আম গাছের গোড়ায় গর্ত করে মাটি দিয়ে পুতে রাখে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে মৃত নাজির আহমেদ হিরু এর ভাই মোঃ রাকিবুল ইসলাম(৪৪) বাদী হয়ে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-৬১, তারিখ-২৪ আগষ্ট ২০২৩, ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিঃ এএসপি মোঃ গোলাম ফারুক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ২৫ আগষ্ট ২০২৩ ইং তারিখ ভোরূ ০৫:৩০ ঘটিকায় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন বড় বাজার রেল লাইন এলাকায়’’ একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ হৃদয়(২৭), পিতা-আব্দুল আজিজ, সাং-চরমিলপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। উক্ত আসামির নামে একাধিক মামলা রয়েছে। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।।