Friday , 25 August 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

রংপুরে অভিনব কায়দায় অটোরিকশা ছিনতাই। থানায় অভিযোগ মিলছে না প্রতিকার।

প্রতিবেদক
Staff Reporter
August 25, 2023 9:06 pm

মাটি মামুন রংপুর:-

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়। গত ১৮/৮/২০২৩ তারিখ বিকালে রংপুর নগরীর বুড়ির হাট থেকে মেডিকেল পুর্বগেট আসার সময় অভিনব কায়দায় অটোরিকশা ছিনতাই করেন।

অটোরিকশা চালক নগরীর ৪ নং ওয়ার্ড খটখটিয়া এলাকার মৃত বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন এর পুত্র
আব্দুল জলিল (৪০) এই প্রতিবেদক কে বলেন।
আমার নিজেস্ব অটো যা নিজেই চালিয়ে জীবিকা নির্বাহ করি আমি, প্রতিদিন এর ন্যায় ঘটনার দিন বিকালে আমি অটো নিয়ে বুড়িরহাট অবস্থানের সময় একজন যাত্রী আমার অটোতে উঠে রিজার্ভ নিয়ে নগরীর মেডিকেল পুর্বগেট চেয়ারম্যান গলিতে নিয়ে এসে দ্বার করিয়ে অন্য আর একজন কে অটোতে তুলেন সেই সময় অন্য আর একজন এসে আমার থেকে আমার অটোর চাবি চেয়ে বলেন আপনার চাবী টা দেন আমি বাসায় আলমারির চাবী খুজে পাচ্ছি না আপনার চাবী দিয়ে তালা খোলার চেষ্টা করে আপনার সাথে বাজারে যাবো।

আমি সরল বিশ্বাসে চাবী দেই তখন লোকটি গলির ভিতরে চলে যায়। ১৫/২৯ মনিনিট পরে আমার অটোতে থাকা ঐ যাত্রী লোকটি কে ডাকতে গিয়ে দেখি যে বাসার কথা বলেছিলো সে বাসায় তালা ঝুলানো। সে খান থেকে ফিরে এসে দেখি আমার অটোরিকশা ও যাত্রী নেই। আমি তাৎক্ষণিক ভাবে আশে পাশে খোঁজা খুঁজি করে অটো না পেয়ে রংপুর মেট্রো কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করি। উক্ত অটোর মুল্য-২,৩০,০০০/-টাকা, অটোর রং-লাল, স্টার ডয়োড অভিযোগে সংযুক্ত দেওয়া ঘটনা স্থালের সি সি টিভি ফুটেজ, স্টিল ছবি ও বিভিন্ন তথ্য।

এই ঘটনার ৭ দিন পার হয়ে গেলেও রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ এখনো সিন্তাই কারি বা আমার অটোরিকশার কোনো হোদিজ নিতে পারেনি সে কারনে আমি খুব মর্মাহত। এবিষয়ে অত্রমামলার অফিসার এস আই অনিক মাহামুদ এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন,অভিযোগ ও সি সি টিভি ফুটেজ পেয়েছি কিন্তু চ্যাহেরার সাথে মিলছেনা তবে আশাবাদী যে আগামী কয়েক দিনের মধ্যে এই অটোরিকশা সিন্তাই চক্রকে আমরা ধরতে সক্ষম হবো।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রংপুরে অভিনব কায়দায় অটোরিকশা ছিনতাই। থানায় অভিযোগ মিলছে না প্রতিকার।

এ এপি আবুল কালাম আজাদ এর নাম ভাঙ্গিয়ে চলছে অবৈধভাবে ফুটপাত দখল করে চলছে পানের ব্যবসা।

ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ট্রেনে কাটা পড়ে পুলিশ ক্যাম্প ইনচার্জের মৃত্যু।

নিয়োগ বিজ্ঞপ্তি “স্বর্ণ ফুড এন্ড বেভারেজ” এর

আজ ২ এপ্রিল ২০২৪ সাভারে পাঁচ গাড়িতে আশুন, হতাহত ১১

রংপুরে সাংবাদিক দের নিয়ে বৈঠক করেন সচেতন সাংবাদিক মহল

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র রাজশাহী মহানগর আহবায়ক কমিটি গঠন।

গাজীপুরের ১৯ নং ওয়ার্ড দক্ষিণ সালনা অন্তঃসত্তা গৃহবধূকে জ-বা-ই করে হ-ত্যা ১ আহত ১।

রাঙ্গামাটি ও রাউজান  আশারছা এলাকা এই শীতে যেন গনকুয়াশার চাদর মুরিদীয়ে আছে।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।