জীবন নদীর মতো
–কলমে:- ইয়াস:-
*******************
নদীতে স্রোত পেলে যেমন
বাড়ে চরার গতি,
স্রোতের ধারা কমে গেলেই
বদলে নদীর মতি।
মানব জীবন নদীর মতো
প্রবল বেগে চলে,
সকল বাধা ফেলে দূরে
ইচ্ছা শক্তির ফলে।
কাছে পেলে সুখ পাখিটি
খিলখিলিয়ে হাসে,
জীবনে দুখ আসে যখন
নয়ন জলে ভাসে।
চলার পথে আসুক বাধা
মনটা শক্ত রেখো,
অসৎ পথে কাঁটায় ভরা
সৎ পথটাতে থেকো।
শরীরে রোগ জন্ম নিলে
বল থাকে না রথে,
মনের স্বপ্ন মনেই থাকে
বন্ধ হয় মাঝ পথে।
ভালো কর্ম করে গেলে
শান্তি মৃত্যুর পরে,
সঙ্গে থাকা পুণ্য তোমায়
রাখবে আলো করে।