শেরপুর ঝিনাইগাতীতে ভারতীয় প্রসাধনী সামগ্রী সহ ৩ জন গ্রেফতার
আল-আমিন স্টাফ রিপোর্টারঃ শেরপুর জেলার
ঝিনাইগাতীতে মঙ্গলবার ভোর ০৬.১৫ মিনিটের সময় ঝিনাইগাতী তামাগাও এলাকা থেকে অটোগাড়ীতে অবৈধভাবে আমদানী করা সাত বস্তা ভারতীয় প্রসাধনী সামগ্রী, ব্যাথা নাশক ক্রীম,চশমা উদ্ধার সহ ০৩ জনকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।
গোপন সংবাদ এর ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল আলম ভূইয়ার নির্দেশে এসআই রবিউল আউয়াল ও এসআই হরিপদ সঙ্গিয় ফোর্স নিয়ে এই চক্রটি কে গ্রেফতার করতে সক্ষম হয়। এর মধ্যে গ্রেফতার কৃতরা হলেন
গুমড়ার মৃত আঃ লতিফের ছেলে সামছুল হক।
তামাগাও লাল মিয়ার ছেলে সুলাইমান এবং তামাগাও কফিলউদ্দিনের ছেলে আবু তাহের
এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল আলম ভূইয়া বলেন,
উদ্ধারকৃত মালামালের মূল্য আনুমানিক সাড়ে চার লাখের উপর।মামলা রুজু করা হয়েছে।
আসামী বিজ্ঞ আদালতে প্রেরন।