মাটি মামুন রংপুর।
রংপুরের গংগাচড়া উপজেলায় জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় অভিযোগ কারি ভুক্তভোগী কে আটক করেন গংগাচড়া মডেল থানা পুলিশ।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়।
রংপুরের গংগাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের মেছনী কুন্ডা মধ্যেপাড়া এলাকায় জমি নিয়ে দীর্ঘ দিন ধরে মামলা মোকদ্দমা চলে আসছে, মোঃ ইদ্রিস আলী (৭০) ও একই গ্রামের মৃত মোবারক আলী পুত্র নজরুল ইসলাম সাথে। ঘটনার আগের দিন তাদের উপর হামলা হওয়ার আশংকায় গত ২০ শে আগস্ট শনিবার ৬ জন কে আসামী করে অভিযোগ দায়ের করেন ইদ্রিস আলী।
গতকাল ২১শে আগস্ট রবিবার সকালে নিম্নেবর্ণিত জমির উপর এসে হামলা চালায় অত্রএলাকার মৃত মোবারক আলী পুত্র নজরুল ইসলাম ও তার ভারাটে গুন্ডা বাহিনী। এসময় আহত হন ইদ্রিস আলী স্ত্রী কুলসুম বেগম (৬০) ও মোহাম্মদ আলীর পুত্র হামিদুল,তাদের কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী ইদ্রিস আলী ও সিদ্দিক কে ঘটনা স্থাল থেকে নিয়ে আসেন গংগাচড়া মডেল থানা পুলিশ, পড়ে তাদের কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
অভিযোগ পত্রে বলা হয়েছে আমি মোঃ ইদ্রিস আলী (৭০) পিতা- মৃত ইব্রাহীম প্রামাণিক, সাং- মেছনী কুন্ডা (মধ্যেপাড়া), ডাকঘর- আলমবিদিতর, থানা- গংগাচড়া, জেলা- রংপুর। জাতীয় পরিচয়পত্র নং- ৭৩৩ ৩২৪২৫৫৫ গংগাচড়া মডেল থানায় এসে ৫ জনের নামে অভিযোগ করিলাম তাদের মধ্যে ১। মোঃ নজরুল ইসলাম (৬০) ২। মোঃ এনামুল হক (৫০) উভয়ের পিতা- মৃত: মোবারক আলী ৩। মোঃ লাল মিয়া (৬০), ৪। মোঃ জাহানুর ইসলাম (৪২), উভয়ের পিতা- মোঃ জয়নাল আবেদীন, ৫। মোছাঃ ছাদেকা বেগম (৫১), স্বামী- মোঃ নজরুল ইসলাম আব্দুল করিম।
সকলের বাড়ি মেছনী কুন্ডা (মধ্যেপাড়া), ডাকঘর- আলমবিদিতর, থানা- গংগাচড়া, জেলা- রংপুর।
বিরুদ্ধে অভিযোগ করিতেছি যে, অত্র আসামী গন
এক প্রকার ভূমি দশ্যু, অসামাজিক, আইন-অমান্যকারী, লাঠিয়াল ও মাস্তান প্রকৃতির লোক হইতেছেন বটে।
নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হইয়া দীর্ঘ দিন যাবত চাষাবাদপূর্বক শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করছি আমরা সেই জমি জবর দখল করার জন্য বিবাদীগণ সর্বদা আমার পরিবারের সদস্য দের সাথে বিভিন্ন ভাবে ঝগড়া-বিবাদে লিপ্ত হওয়ার পায়তারা করে।
এমনি অবস্থায় ঘটনার দিন আমি ও আমার পরিবারের উপর হামলা চালায় নজরুল ইসলাম ও তার ভারাটে গুন্ডা বাহিনী। এবিষয়ে গংগাচড়া মডেল থানার ওসি দুলাল মিয়ার সাথে সাক্ষাৎ তে কথা বললে তিনি বিষয়টি এরিয়ে যান।