মাটি মামুন রংপুর:-
বিএনপির এক দফা আন্দোলন বাস্তবায়নের লক্ষে রংপুর জেলা মৎসজীবী দলের গনমিছিল ও সমাবেশ গতকাল শনিবার (১৯ আগস্ট) বিকেলে রংপুর জেলা বিএনপির আয়োজনে গণমিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গনমিছিল ও সমাবেশে রংপুর জেলা মৎসজীবী দলের আহবায়ক মোজাম্মেল হক বলেন , এই সরকারের হাত থেকে দেশের মানুষের মুক্তির জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘আমাদের এক দফা এক দাবি, তা হল এই সরকারের পদত্যাগ।’ আমাদের এই এক দফা দাবি বাস্তবায়ন করা এই দেশের আপামর মানুষের ঈমানি দায়িত্ব। বিএনপি এই দেশের বৃহৎ রাজনৈতিক দল হওয়ায় এই দাবি বাস্তবায়নে নেতৃত্ব দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই সরকার পদত্যাগ করলেই একটিঅ ন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হবে। সেই সরকারের অধীনে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হবে।
সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে। আওয়ামী লীগ আর এখন কোনো রাজনৈতিক দল না। এটা আপনারই বুঝে নিয়েন এটা আসলে কী ধরনের দল। পরে নগরীর শাপলা চত্তর থেকে গণমিছিল নিয়ে গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যলের সামনে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করেন বিএনপি নেতাকর্মীরা। রংপুর জেলা মৎসজীবী দলের সদস্য সচিব আশরাফুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মৎসজীবী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রজব আলী, সদস্য সাহবে আলী ও বিভিন্ন ইউনিট থেকে আসা নেতা কর্মী প্রমুখ।