Sunday , 20 August 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বনের ভেতরে যুবকের রক্তাক্ত মরদেহ।

প্রতিবেদক
Staff Reporter
August 20, 2023 11:12 am

আলমগীর হোসেন সাগর : গাজীপুর জেলা প্রতিনিধি :-

গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বনের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। তাঁর মাথা ও কপালে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশে রয়েছে প্রচুর রক্ত বয়ে যাওয়ার ছাপ।আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের হায়াতখারচালা গ্রামের কাপাসিয়া-শ্রীপুর সড়কের পাশে নবছুট এলাকার গভীর গজারি বনের ভেতর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।স্থানীয় কৃষক হাবিবুল্লাহ বলেন, ‘আজ সকাল ৯টার দিকে আমাদের গ্রামের কয়েকজন কৃষক জমিতে ধান রোপণ করতে যাচ্ছিলেন।

পথে গভীর গজারি বনের ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। এরপর স্থানীয় চেয়ারম্যানকে খবর দেওয়া হয়।’গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন বলেন, ‘যেখানে মরদেহ পাওয়া গেছে, সেই জায়গাটি বেশ নির্জন। আজ রোববার সকালে স্থানীয় কৃষকেরা ধানখেতে কাজ করতে গেলে সেখানে লাশ দেখতে পেয়ে আমাকে জানায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি আমি শ্রীপুর থানার পুলিশকে অবহিত করি।

খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।’এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ধারণা করা হচ্ছে, নিহত যুবক কোনো প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রহরী ছিলেন। তাঁর সঙ্গে বেশ কয়েকটি তালার চাবি রয়েছে। তবে তদন্ত শেষে আরও বিস্তারিত জানা যাবে। ধারালো অস্ত্রের পাশাপাশি ভোঁতা কোনো লোহার টুকরো দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে।

কালিয়াকৈর সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের দেওয়া তথ্যের ভিত্তিতে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তবে কী কারণে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রংপুরের পীরগাছায় ছাত্রলীগের কর্মী-সভা অনুষ্ঠিত হয়েছে।

কাশিমপুরে প্রেমের ফাঁদে ফেলে অর্থ আত্মসাৎ, আটক ২।

“মে/২০২৩ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ৮।

ভেড়ামারার বাহাদুপুরে ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

গাজীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক ঘটনায় দুইটি মৃতদেহ উদ্ধার।

চু মু খেতে চাওয়া সেই পীরজাদা হারুনকে দলে নিলেন চিএনায়িকা। নিপুণ ।

রংপুর মেডিকেল হাসপাতালে মেশিন নষ্ট তবুও ফেরত সংস্কারের ৮ কোটি টাকা।