Saturday , 19 August 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন সার্বক্ষণিক গেটম্যানের দাবিতে রেললাইন অবরোধ করে আন্দোলন করেন।

প্রতিবেদক
Staff Reporter
August 19, 2023 9:22 am

মাটি মামুন রংপুরঃ-

অরক্ষিত রেলগেটে পা হারালেন অটোচালক দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন সার্বক্ষণিক গেটম্যানের দাবিতে রেললাইন অবরোধ করে আন্দোলন করেন।

রংপুরের কাউনিয়ায় অরক্ষিত রেলগেটে ট্রেনে কাটা পড়ে মাহবুর রহমান নামের এক অটোরিকশাচালকের পা বিচ্ছিন্ন হয়ে এ সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। গতকাল শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যায় কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার এলাকার রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় বিক্ষুব্ধ লোকজন সার্বক্ষণিক গেটম্যানের দাবিতে রেললাইন অবরোধ করে রাখে। আহত মাহবুর রহমান উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতী গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউনিয়া থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) ফরহাদ মণ্ডল বলেন, চালক মাহবুর রহমান অটোরিকশা নিয়ে তকিপল বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তকিপল বাজার এলাকার রেলগেট পার হওয়ার সময় লালমনিরহাট বুড়িমারীগামী লোকাল ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

এ সময় ট্রেনের নিচে পড়ে অটোচালকের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নের তকিপল বাজার এলাকার রেলগেট কাউনিয়া রেলওয়ে স্টেশনমাস্টার হোসনে মোবারক বলেন, তকিপল বাজার এলাকার রেলগেটে একজন গেটম্যান সকাল-সন্ধ্যা (১২ ঘণ্টা) ডিউটি করে। এরপর সেখানে গেটম্যান থাকে না সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত পথচারীরা নিজ দায়িত্বে গেটটি পারাপার হয়। অসাবধানতায় রেলগেট পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে আজ এক অটোচালকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

এ ঘটনায় সেখানে গেটম্যানের দাবিতে স্থানীয় বিক্ষুব্ধ লোকজন প্রায় আধা ঘণ্টা রেললাইন অবরোধ করে রাখে
এতে রেললাইনে আটকা পড়ে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস।
পরে প্রায় ৩৫ মিনিট দেরিতে কাউনিয়া স্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছির বিল্লাহ বলেন, আমরা ঘটনাস্থলে আছি। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য আমরা সতর্ক রয়েছি।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুর জেলায় শ্রেষ্ঠ থানা  বিরল থানা

দিনাজপুর জেলায় শ্রেষ্ঠ থানা বিরল থানা

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা হতে ২৫০ গ্রাম গাঁজাসহ ০৭ জন আসামী গ্রেফতার করেছে র‌্যাব-৫

ভারত-বাংলাদেশ মৈত্রী পীস এ্যাওয়ার্ড অনুষ্ঠানে সুনীল চক্রবর্ত এপার বাংলা-ওপার বাংলার মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ড শান্তির সেতুবন্ধন রচনা করবে।

ঘাঘট নদীতে গোসল করতে নেমে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে।

আক্কেলপুর শয়ন ঘরের খাঁটের উপর থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার।

জামালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি ও ভূট্টাবীজ বিতরণ

দৌলতপুরে ভারত সুন্দরী কুল চাষের লাভের আশা,কৃষক রিপন

বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা।

রংপুরে সিনেমা হলের নাম আছে অস্তিত্ব নেই।

মানবতার ডাকে অ্যালেক্স মানব কল্যাণ যুব সংঘের সাথে কাজ করতে চেয়েছেন গাজী ক্লিনিক।