মোঃহাবিবুর রহমান (হাবিব) রংপুর পীরগাছা প্রতিনিধি:-
রংপুরের পীরগাছায় নেটজ বাংলাদেশ ও বিএমজেড জার্মানি সার্বিক সহযোগিতায়, স্বপ্ন প্রকল্প, জাগরণী চক্র ফাউন্ডেশন,রংপুর এর আয়োজনে,ইডিসি ও এসএমসি সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ ১৬ ও১৭ই আগষ্ট, (০২)দিন ব্যাপি তাম্বুলপুর রমজান আলী মুন্সি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন রংপুর জেলা সমন্বয় কো অডিরেটর, মোঃমন্জুরুল ইসলাম। এডুকেশন সুপারভাইজার, মোঃমহসীন রানা, এডুকেশন সুপারভাইজার, মোঃসোলাইমান মিয়া, এডুকেশন সুপারভাইজার, মোঃজাহিদুল ইসলাম, তাম্বুলপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান, মোঃবজলুর রশিদ(মুকুল) এডুকেশন সাপোর্টিং অর্গানাইজেশন, মোঃসফিকুল ইসলাম।এডুকেশন সাপোর্টিং অর্গানাইজেশন মোঃমাসুদ রানা প্রমূখ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।