মাটি মামুন রংপুর:-
বিনম্র শ্রদ্ধা, শোক ও ভালোবাসায় সারাদেশের ন্যায় আজ মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পালিত হয়েছে ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সকালে রংপুর মেডিকেল কলেজ শহীদ মিনারে বাংলাদেশ ১৬/২০গ্রের্ড সরকারি সকর্চারী সমিতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজন এর আয়োজন করেন তারা।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ১৬/২০গ্রের্ড সরকারি কমর্চারী সমিতি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শাহীন মিয়া,সাধারণ সম্পাদক আশিকুর রহমান নয়ন, সিনিয়র সভাপতি আব্দুল জলিল, বকুল আহমেদ, মামুনুর রশীদ বিপ্লব,নোমান, বাবু মজুমদার, মহিলা বিষয়ক সম্পাদক মেরিনাসহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দ,সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া শেষে দুস্থ দের মাঝে খাবার বিতরণ করা হয়।