ঘমোঃনুরনবী প্রতিনিধি বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও:-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ১৫ই আগস্ট ২০২৩ তারিখ ঠাকুরগাঁও ব্যাটালিয়ন(৫০বিজিবি)
এর ব্যবস্হাপনায় বেউরঝারী কোম্পানির আওতাধীন/দায়িত্বপূর্ণ এলাকার বগুলাবাড়ী স্কুল এন্ড কলেজ মাঠে আর্ত মানবতার সেবায় সীমান্তবর্তী গরীব ও দুস্হ মানুষের মাঝে ২০০জনকে ব্যাটালিয়নের নিজস্ব ব্যবস্হাপনায় খাদ্য সামগ্রী(চাল,ডাল,চিনি,তৈল ও আলু ইত্যাদি)বিতরণ করা হয়।এছাড়া ঠাকুরগাঁও ব্যাটালিয়ন(৫০বিজিবি)এবং বর্ডার গার্ড হাসপাতাল,ঠাকুরগাঁও এর ব্যবস্হাপনায় বেউরঝারী কোম্পানি দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার গরীব দুঃস্থ(৩০০)জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রধান করা হয়।উল্লেখ্য যে, খাদ্য সামগ্রী বিতরণ ও চিকিৎসা সেবা প্রধানকালে ঠাকুরগাঁও সেক্টরের মাননীয় সেক্টর কমান্ডার,কর্ণেল এমএইচ হাফিজুর রহমান,
লেঃ কর্ণেল মোঃতানজীর আহম্মদ পদাতিক( অধিনায়ক ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবি), লেঃ কর্ণেল ডাঃ রাশেদ (অধিনায়ক বিজিবি হাসপাতাল ঠাকুরগাঁও),
মেজর ডাঃসামিয়া এবং
মেজর ডাঃ রাশেদ ঠাকুরগাঁও কর্তৃক উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০বিজিবি)এবং এবং বর্ডার গার্ড হাসপাতাল, ঠাকুরগাঁও এর অন্যান্য কর্মকর্তা,কর্মচারীসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিজিবি’র পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করায় সীমান্ত এলাকার স্হানীয় জনসাধারণ বিজিবি’ এই মহতী উদ্যোগকে স্বাগত ও সাধুবাদ জানিয়েছেন।
তারিখ-১৫ আগস্ট ২০২৩ইং