মাটি মামুন রংপুর:-
রংপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ছয়মোন (২৭) নামে একজন মহিলা আহত হয়েছেন। রংপুর পীরগাছা উপজেলার ৩নং সাওলা ইউনিয়নের
৫ নং ওয়ার্ডের ২নং জুয়ান নামক গ্রামে গত ১১তারিখ শুক্রবার সকালে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় ছয়মোন (২৭) নামে একজন মহিলা আহত হয়েছেন। গ্রুরতো অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের
মহিলা সার্জারী ১৬ নং ওয়ার্ডে চিকিৎসা ধিন অবস্থা আছেন। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়
একই গ্রামের মৃত্যু-কলিম উদ্দিন এর পুত্র শহীদ পোড়ামানিক (৫৫) এর সাথে সাহার আলীর দীর্ঘ ২২বছর ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরি ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে শহীদ ও তার ভারাটে গুন্ডা বাহিনী হামলা চালায় অত্রএলাকার সাহার আলী ও তার পরিবার এর উপরে। এসময় সাহার আলীর স্ত্রী ছয়মোন খাতুন আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এবিষয়ে সাহার আলীর বড় ভাই মৃত্যু-আব্দুল রহমান এর পুত্র সৈয়দ আলী (৪৩) সাংবাদিকদের জানান আমাদের বাপ দাদার জমি যার খতিয়ান (নং ১৭০),দাগ (নং-২৫১)খতিয়ান (নং-১৭০) দাগ (নং ৭৬৬) খতিয়ান (নং ১৭১) দাগ (নং ২৯২) মোট এক একর ৪৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে অত্রএলাকার মৃত্যু-কলিম উদ্দিন এর পুত্র শহীদ পোড়ামানিক এর সাথে২০০১ সাল থেকে। জমি আমার ভোগদখল করে আসছি বাপ দাদার আম্বল থেকে।
শহীদ পোড়ামানিক বিভিন্ন সমস বিভিন্ন ভাবে আমাদের
পরিবারের উপর বিভিন্ন ভাবে হামলা চালায় একাধিক বার গ্রাম্য শালিস হয়েছিলো তিনি মানে না ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের কে হুমকির মুখে রাখে। ঘটনার দিন সকালে শহীদ ও তার ভারাটে গুন্ডা বাহিনী আমাদের উপর হামলা চালায় তাতে আমার ছোট ভাই এর স্ত্রী ছয়মোন খাতুন আহত হন। আমরা তাদের বিরুদ্ধে মামলা ও করতে পারিনা ভয়ে। আপনা সাংবাদিক জাতির বিবেক সমাজের আয়না আপনাদের লিখুনির মাধ্যমে আমাদের কে সুষ্ঠ বিচার এনে দিবেন।