গাজীপুর প্রতিনিধিঃ-
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি এলাকা থেকে ২০ গ্রাম মাদকদ্রব্য হেরোইন সহ ৩ জনকে গ্রেফতার করেন জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
গত শনিবার ( ১১ আগস্ট) রাত সাড়ে দশটায় জিএমপি টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তি সংলগ্ন শিল্পশিক্ষায়তনের সামনে থেকে মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ২০গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন মোঃ আলতাফ হোসেন (৪১), রিয়াজুল ইসলাম সোহেল বাবু(৩১) সোহাগ দাস (৩৪)।
এসময়ে আসামীদের নিকট থেকে ২০০ পুড়িয়া (২০গ্রাম) হেরোইন( মূল্য ৪০ হাজার টাকা) জব্দ করেন জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এবিষয় টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ শাহ আলম বলেন আসামীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।