গাজীপুর প্রতিনিধিঃ:-
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ৮ ডাকাত কে আটক করে গাজীপুর জিএমপি টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
রোববার (৬ আগস্ট) দুপুরে এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এই তথ্য জানান জিএমপি টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ। গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন মাছিমপুর পিপলস সিরামিক্স গেইটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাকা রাস্তা থেকে ডাকাতি প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ ডাকাত কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীতের নিকট থেকে ৭ টি ছুরি ও চাাতি জব্দ করেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারাৃত আসামিরা হলেন ১) বাদশা (১৯), ২) মোঃ ফয়সাল (১৯), ৩) মোঃ ফরহাদ (৩৮), ৪) মোঃ কালু (২৫), ৫) মোঃ শুক্কুর (২৩), ৬) মোঃ লিটু (হিটু মিয়া) (৩২), ৭) মোঃ বাবু (২৮), ও মোঃ আল আমিন (২৪), এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার মামলা নাম্বার ১০, তারিখ-০৬/০৮/২০২৩, ধারা- ৩৯৯/৪০২পেনাল কোড রুজু করা হয়।