Saturday , 5 August 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

শেরপুর জেলা ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন।

প্রতিবেদক
Staff Reporter
August 5, 2023 1:57 pm

আল-আমিন শেরপুর জেলা প্রতিনিধিঃ-

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

৫ আগস্ট শনিবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। একই সাথে ঝিনাইগাতী থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শেখ কামালের স্মৃতিচারণ তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএমএ ওয়ারেজ নাইম।

এছাড়াও সভায় শেখ কামালের স্মৃতিচারণ তুলে ধরে আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: ফয়জুর রাজ্জাক আকন্দ,পল্লী উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকসহ অন্যান্যরা।

সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে সুবিধাভোগীদের মাঝে গাছের চারা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। বাদ যোহর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ ও উপজেলার সকল মসজিদে শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে এক হাজার গাছের চারা রোপন করবে হলি ল্যান্ড কলেজ।

বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফরিদ খান রংপুরে অবরুদ্ধ।

তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গাজীপুর জয়দেবপুর জোন।

রংপুর জুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা।

বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার।

কাউনিয়া উপজেলায় লাম্পি রোগ নিয়ে বিপাকে খামারী।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৭ম শ্রেনীর শিক্ষার্থীর বিপ্লব হোসেনের।

কুষ্টিয়াতে র‍্যাবের অভিযানে ২ জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

ধনবাড়ীতে কৃষকের ধান ঘরে তুলতে ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

ধনবাড়ীতে প্রতিভা বৃত্তি প্রকল্পের ১৬ তম বৃত্তি পরীক্ষা সম্পন্ন