মাটি মামুন রংপুর:-
আগামী ২ আগস্ট মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রংপুরে আগমনে নগরীর প্রান কেন্দ্র ধাপ ১৯ নং ওয়ার্ড এলাকার মেডিকেল পূর্বগেটে থেকে পাকার মাথা প্রযন্ত প্রায় ১২ থেকে ১৫ শত দোকান বিনা কারনে উচ্ছেদ করেছেন রংপুর সিটি করপোরেশন।
দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর ধরে অত্র এলাকায় চা পান সিগারেট ও ঔষধ এর দোকান করে আসছেন বিভিন্ন জন। ভুক্তভোগী রা বলছেন আমাদের কে লিখিত কাগব বা মৌখিক কোনো দোকান উচ্ছেদ করার বিষয়ে অবগত করেন নি সিটি মেয়র বা কাউন্সিলর। হঠাৎ করে গতকাল ২৯ জুলাই শনিবার মাইকিং করে দোকান উচ্ছেদ করার আদেশ দিয়ে বলেন যদি এই আদেশ অমান্য করা হয় তাহলে আইনগত ব্যবস্থা নিবে সিটি করপোরেশন।
তাই আজ ৩০ জুলাই রবিবার বাধ্য হয়ে আমরা দোকান খামার ভেঙে পথে বসেছি। আমাদের ওয়ার্ড কাউন্সিলর মাহামুদুর রহমান টিটুর সাথে আমার একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি আমাদের সাথে কথা বলতে রাজি হননি বরং তিনি অসুস্থ বলে আমাদের কে বাসা থেকে চলে যেতে বলেছেন।
যেহেতু আমাদের সকলের সর্বজননি মা জননেত্রী শেখ হাসিনা আসতেছেন প্রয়োজনে আমরা সকল ভুক্তভোগী অসহায় দোকান দার রা আমাদের এই অভিযোগ গুলো তুলে ধরবো তার কাছে। এবিষয়ে রংপুর সিটি করপোরেশন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মাহামুদুর রহমান টিটুর সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, এব্যাপারে আমার কোনো বক্তব্য নেই আমি ব্যস্ত আছি প্রধান মন্ত্রী আসছেন আর ঐ রাস্তা আমাদের নয় ওটা রোড এন্ড হাইওয়ের ওনারা ভালো জানেন।