মোঃ নুরুজ্জামান রাজু হবিগঞ্জ জেলা প্রতিনিধি:-
অদ্য ৩০/০৭/২০২৩ ইং তারিখ সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট,শায়েস্তাগঞ্জ জনাব মোঃ নাহিদ ভূঞা স্যারের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,হবিগঞ্জ কর্তৃক আয়োজিত রেইডিং টিম অভিযান পরিচালনা করে শায়েস্তাগঞ্জ থানাধীন সুরাবই মিশরা টিলা এলাকা থেকে সুরাবই নিবাসী মৃত আব্দুল হামিদ এর ছেলে আঃ রাজ্জাক(৬০),সুরাবই নিবাসী মোঃ আলতাব আলীর ছেলে মোঃ জজ মিয়া(৩৮),সুরাবই নিবাসী মোঃ রজব আলীর ছেলে মোঃ বরুন মিয়া(২২) ও উচাইল নিবাসী মৃত মরম আলীর ছেলে মোঃ লদাই মিয়া(৫০) কে গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট বসিয়ে আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরণ করেন।