মোঃ ইব্রাহীম খলিল গাজীপুর প্রতিনিধিঃ-
গাজীপুরে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ০৫ কেজি গাঁজা উদ্ধারসহ ০৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানা পুলিশ।
গত বুধবার রাত ৮ ঘটিকার সময় গাজীপুর মহানগর পূবাইল থানাধীন পূবাইল আদর্শ কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা থেকে গাঁজাসহ মাদক কারবারিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারাকৃতরা হলেন মোঃ মারুফ মোল্ল্যা (২২), ২, নীলা আক্তার সুরভী (২০) এবং ৩. মোসাঃ শিরিনা আক্তার (৪৫), আটক করা হয়, এসময় আসামিদের সাথে থাকা ৫ কেজি মাদকদ্রব্য গাঁজা ও গাঁজা বিক্রির ৫২০ টাকা উদ্ধার করেন পূবাইল থানা পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিএমপি’র পূবাইল থানাধীন, পূবাইল আদর্শ বিশ্বিবদ্যালয় ও কলেজ এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের সময়ে ৫ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশ আরো জানায়, ঘটনাস্থে মাদক কারবারিরা পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টা করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।