Wednesday , 26 July 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন।

প্রতিবেদক
Staff Reporter
July 26, 2023 4:51 pm

মোঃ মিন্টু শেখ গোপালগঞ্জ প্রতিনিধি:-

“নিরাপদ মাছে ভরবো দেশ। গড়বো স্মার্ট বাংলাদেশ।” এই স্লোগানকে সামনে রেখে শোভাযাত্রা, আলোচনা সভা ও মৎস্য পোনা অবমুক্ত করনের মধ্য দিয়ে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১০টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ মৎস্য ডিপ্লোমা ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ সাজদার রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার আল-বেলী আফিফা, জেলা আওয়াামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ রুহুল আমীন।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম আশিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য চাষি সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, মৎস্য চাষি জগদীশ চন্দ্র বিশ্বাস।

এর আগে সকালে শহরের হেলিপ্যাড সংলগ্ন জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এরপর হেলিপ্যাড থেকে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, প্রশাসনের পদস্থ কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, মৎস্য চাষি ও মৎস্য খাদ্য উৎপাদনকারীরা অংশ নেন।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

রংপুরে এক লাখ ২৯ হাজার ৫শ’ শিশুকে ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।

রংপুরের গঙ্গাচড়া তিস্তা সেতু সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ধস,ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

গতকাল জাতীয় প্রসক্লাবে সড়ক দুর্ঘটনায় বিভ্রান্তিকর পরিসংখ্যান নিয়ে সংবাদ সম্মেলনে করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলন

রংপুরে ডেঙ্গু আক্রান্ত ১৫০০ ছাড়িয়েছে, মৃত্যু ২।

কুষ্টিয়াতে র‍্যাবের অভিযানে ২ জন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

কেরানীগঞ্জ মডেল থানার উদ্যোগে অপেন হাউস ডে অনুষ্ঠিত হয় কলাতিয়া ইউনিয়ন বেলনা গ্রামের ১২নং পুলিশ বিট এ।

হলফনামা (নাম ও জন্ম তারিখ সংশোধন সংক্রান্ত)

রংপুরের পীরগাছায় জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রওশন আলম জামিলের সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে।

শহীদ শেখ রাসেল তরুন লীগ কেন্দীয় কমিটির অনুমোদন

রংপুরে গরমে থেকে বাঁচতে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেল দুই শিশুর।