নিজস্ব প্রতিবেদনঃ-
সম্মানিত সুধী,আসসালামু আলাইকুম। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ৩০ শে জুলাই ২০২৩, রোজ রবিবার ‘দৈনিক দিন প্রতিদিন’ পত্রিকা ১০ম বছরে পদার্পণ করবে।
এই উপলক্ষে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়ার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব-ডাঃ মোঃ এনামুর রহমান এমপি। প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিল-এর চেয়ারম্যান বিচারপতি জনাব মোঃ নিজামুল হক নাসিম।
অনুষ্ঠান উদ্বোধন করবেন দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উপদেষ্টা জনাব মোঃ মোক্তার হোসেন গাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দিন প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক জনাব মোঃশফিকুল ইসলাম সাদ্দাম। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দিন প্রতিদিন পত্রিকা পরিবারের পক্ষ থেকে আপনি / আপনারা আমন্ত্রিত। যথাসময়ে আপনার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করি।