মোঃ কাওসার আহমেদ জয় পটুয়াখালী জেলা প্রতিনিধি:-
আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ভবন ধ্বসে পরে এক স্কুল ছাত্র গুরুতর আহত । আজ সকাল ১০:২০ এর সময় স্কুলের ভিতরে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় হতাশ এলাকাবাসী।
স্কুলের এমন বে-খেয়ালি আচরনে এলাকাবাসী তাদের কোমল মতি শিশুদের বিদ্যালয়ে পাঠাতে সংকিত বোধ করছে। স্কুলটি নিয়ে বিতর্কের যেনো শেষই হচ্ছেনা সর্বশেষ উরে এসে জুরে বসে সভাপতির পদ দখল করে বিতর্কের সৃষ্টি করেছেন মোঃ বাদল হাওলাদার । এখন সেই অযোগ্য সভাপতির মাধ্যমে সম্পূর্ণ বে-খেয়ালী ভাবে স্কুলের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বর্তমানে ছাত্র মোঃ নাজমুল পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি আছে। ছাত্র- মোঃ নাজমুল শ্রেনী- ৮ম পিতা- নাসির হাওলাদার যার খেসারাত স্কুলের কোমল মতি ছাত্র-ছাত্রীরা দিচ্ছে। তাই এলাকাবাসী এই ইস্কুটা নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অকুল আবেদন যানাচ্ছে ।