মাটি মামুন রংপুর:-
সময় টিভির রংপুর ব্যুরো প্রধান রতন সরকার আর নেই সময় টিভির রংপুর ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি মুমিনুর রহমান রতন সরকার (৪৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
পেশাগত জীবনে রতন সরকার ১৯৯০ সালে নীলফামারী থেকে প্রকাশিত নীলসাগর পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা পেশায় যুক্ত হন।
এরপর তিনি দৈনিক মাতৃভূমি, দৈনিক করতোয়া, রংপুর থেকে প্রকাশিত দৈনিক নতুন স্বপ্ন, দৈনিক সবিজলী পত্রিকায় কাজ করেন। পরবর্তীতে এটিএন বাংলা ও এটিএন নিউজ, ডিবিসি ও সময় টেলিভিশনে কাজ করেন। প্রায় এক দশকের বেশি সময় ধরে সময় টিভিতে দায়িত্ব পালন করেন রতন সরকার। রতন সরকারের দীর্ঘদিনের সহকর্মী এবং নীলসাগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক জুয়েল আহমেদ জানান, ব্যক্তিগত কাজে বৃহস্পতিবার সকালের ফ্লাইটে রংপুর থেকে ঢাকায় গিয়েছিলেন রতন সরকার। সন্ধ্যায় ঢাকা থেকে বিমানযোগে ফিরে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।