- মোঃ তপু শেখঃ গোপালগঞ্জ প্রতিনিধিঃ-
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল, বরিশাল সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাদ), মৎস ও প্রানীসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম ও পানী সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফরুক ।
শনিবার দুপুরে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পন করে এ শ্রদ্ধা নিবেদন করে তারা।
শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল সদস্য ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহিদদের রুহের আত্তার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল বাসার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল’সহ বরিশাল আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।