Thursday , 6 July 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

রংপুরের গঙ্গাচড়ায় পৃথক ঘটনায় দুইটি মৃতদেহ উদ্ধার।

প্রতিবেদক
Staff Reporter
July 6, 2023 8:12 pm

মাটি মামুন রংপুর প্রতিনিধিঃ-

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় পৃথক দুইটি ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। গতকাল ৬ জুলাই ২৩ (বৃহস্পতিবার) সকালে পৃথক দুটি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ভাবে জানা গেছে, গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের কালিরচর এলাকা থেকে সাথী বেগমের (২৫) ও একই ইউনিয়নের ওমর বালাপাড়া গ্রাম থেকে নাসিম মিয়া (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
সাথী ঐ এলাকার ফারুক হোসেনের স্ত্রী এবং নাসিম মোজাহারুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে ৫ জুলাই (বুধবার) সকালে বাড়িতে বিষপান করেন সাথী। বাড়ির লোকজন টের পেয়ে সাথী বেগম কে দ্রুত গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন চিকিৎসার জন্য। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় কাউকে কিছু না বলে স্বামীর বাড়ির লোকজনের সহায়তায় হাসপাতাল থেকে বাড়িতে চলে যান সাথী বেগম। রাতে স্বামীর বাড়িতেই মারা যান সাথী বেগম। এদিকে নাসিম মানসিক রোগে ভুগছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। গত বুধবার রাতের কোন এক সময় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নাসিম।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিক দের বলেন, ময়না তদন্তের পর সাথী বেগমের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং নাসিমের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত হয়ে গেলে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এসব ঘটনায় প্রাথমিক ভাবে থানায় দুইটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কাউনিয়ায় দুঃস্থ অসহায়দের মাঝে চমকের ঈদ উপহার।

দৌলতপুরে শিক্ষকদের নেতৃত্ব স্কাউটসদের পরিষ্কার পরিছন্নতা কাজে অংশ গ্রহণ।

সাংবাদিক চাঁনমিয়া মুন্সি আমাদের মাঝে আর নেই তিনি চলে গেছেন না ফেরার দেশে।

ঝিকরগাছায় এলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মাদ আশরাফুল

জামালপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি ও ভূট্টাবীজ বিতরণ

ধামইরহাটে রাষ্ট্রীয় মর্যাদায় স্বতন্ত্র এমপি প্রার্থী আমিনুল হকের দাফন সম্পন্ন

গোপালগঞ্জে পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত।

উন্নয়ন শান্তি ও নিরাপত্তার স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন ……… হাসানুল হক ইনু

সিরাজগঞ্জ-৩ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিলেন উজ্বল

পীরগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন।