মোঃহাবিবুর রহমান হাবিব,(রংপুর) পীরগাছা প্রতিনিধি:-
রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। মঙ্গলবার (৪জুলাই) বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান অভি ও সাধারণ সম্পাদক কামরুল হাসান শুভর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়। গত মাসের বুধবার (৮জুন) সন্ধ্যায় ওই ইউনিয়নের তাম্বুলপুর হাইস্কুল মাঠে কমিটি গঠনের লক্ষ্যে একটি কর্মিসভা অনুষ্ঠিত হয়। কর্মিসভার ২৬দিন পর এ কমিটি অনুমোদন দেয়া হলো।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আবু সালেহ মামুন। সহ-সভাপতি পদে মো. নাজমুল হাসান ফিহাদ, মো. মাহামুদুল হাসান মানিক ও মো. মেহেদী হাসান বাবু। সাধারণ সম্পাদক হচ্ছেন-মো. রুবেল হাসান বাবু। যুগ্ম সাধারণ সম্পাদক কনক রায় উত্তম, মো. কামরুল হাসান ও মো. শাহরিয়ার বিন শান্ত। সাংগঠনিক পদে সাগর আহমেদ, মলয় কুমার সরকার সজীব ও নিমাই চন্দ্র বর্মন নির্বাচিত হয়েছেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান অভি ও সাধারণ সম্পাদক কামরুল হাসান শুভ তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য তাম্বুলপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়া হলো। তারা আগামী ৩০ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে উপজেলা ছাত্রলীগের সভাপতি/সম্পাদক বরাবর তালিকা জমা দেয়ার নির্দেশ প্রদান করেন। এদিকে তাম্বুলপুর ইউনিয়ন শাখার আংশিক কমিটি অনুমোদন দেয়ায় সোশ্যাল মিডিয়ায় নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেনির মানুষ ও তাদের শুভাকাঙ্খীরা।