বাকেরগঞ্জ প্রতিনিধিঃ সোহেলঃ-
বরিশালের বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা-ভাংচুর ও লুটপাট করা হয়েছে। হামলায় আহত আয়নাল ফকির (৫০) বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিয়েছেন।হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করেছে। শনিবার (১জুলাই) উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আয়নাল ফকিরের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের রাজ্জাক ফকির ও আনছার ফকিরদের বিরোধ চলে আসছে। সেই বিরোধের যে ধরে শনিবার বেলা ১২টার সময় রাজ্জাক ফকির, আনছার ফকির, রিপন ফকির, সুমন ফকির ও রাজিবসহ ১০-১২ জন দা, রামদা ও লাঠিসোঠা নিয়ে আয়নাল ফকিরের বাড়িতে অনধিকার প্রবেশ করে তার ঘরের বেড়া কুপিয়ে ও মালামাল ভাঙচুর করে।
এ সময় বাঁধা দিতে গেলে আয়নাল ফকিরকেও কুপিয়ে আহত করে। হামলাকারীরা ঘরের মালামাল ও নগদ টাকাসহ ৪ লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। স্থানীয়রা আহত ডাক-চিৎকার শুনে এসে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন। আহত আয়নাল ফকির জানান, তিনি ও তার পরিবার ফের হামলার আশঙ্কায় চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এ ঘটনায় তিনি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেছেন।