Sunday , 2 July 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

হাতের কবজি কেটে নেয়া আজিজ ও তার বাহিনীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

প্রতিবেদক
Staff Reporter
July 2, 2023 4:26 pm

নিজস্ব প্রতিবেদক:-

রাজশাহীতে হাতের কবজি কেটে আসামিরা এখনো গ্রেফতার হয়নি! রাজশাহীতে হাতে কবজি কেটে নেয়া আজিজ ও তার বাহিনীকে ধরতে ব্যর্থ পুলিশ!রাজশাহী মহানগরীতে ধারালো অস্ত্র দিয়ে হাতের কবজি কেটে নেয়ার ১২ দিন অতিবাহিত হলেও মামলার প্রধান আসামি আজিজ ও তার বাহিনীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ । এতে ক্ষুদ্ধ হয়ে উঠেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যসহ মহল্লাবাসী। আসামিরা গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী পরিবার উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে রয়েছে বলে জানান। এঘটনার পর থেকে রাজশাহী মহানগরের খুলিপাড়া এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজশাহী মহানগরীর খুলিপাড়া এলাকায় গত ২২শে জুন, বৃহস্পতিবার নির্বাচনী পরবর্তী সহিংসতায় হাতের কবজি কেটে নেয়াসহ আরও ৩ জন গুরুতর হয়। খুলিপাড়া এলাকার আজিজ বাহিনীর হামলায় আলতাব নামের এক ব্যক্তির হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার অন্য হাতও অর্ধ-বিচ্ছিন্ন করে দেয় আজিজ ও তার বাহিনীরা। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঢাকা নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন, নগরীর খুলিপাড়া এলাকর শুকুর আলীর ছেলে মুকুল (৪৫), বদর আলীর ছেলে আলতাব (৪৫), আনসার আলীর ছেলে মনা (২৬) ও মনিরুল ইসলামের ছেলে সজল(২৩)। জানাগেছে, বেশ কিছুদিন থেকেই আহত ব্যাক্তিদের হামলার পরিকল্পনা করে আসছিল কিশোর গ্যাং নেতা আজিজ ও তার বাহিনীরা।

তবে কিশোর গ্যাং নেতা আজিজ-বাহিনীরা ২১ নং কাউন্সিলর নিজামের লোক বলে ওয়ার্ডবাসির কাছে পরিচিত তারা। এর যথাযথ তথ্য প্রমাণ রয়েছে প্রতিবেদকের হাতে। সিটি করপোরেশন নির্বাচনকে নির্বাচনের ২১ নং কাউন্সিলরের নিজামের জযলাভের পরে গত (২২জুন), দুপুরে কিশোর গাং আজিজ বাহিনীরা অতর্কিত হামলা চালায়। পরে ২৩ জুন হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়া আলতাবের ছেলে সাকিব হোসেন ২৫ জনের নাম উল্লেখ করে বোয়ালিয়া মডেল থানায় মামমা রুজু করেন। অনুসন্ধানে জানা যায়, টিওবয়েল মিস্ত্রী সিরাজ শেখের ছেলে আজিজ, মজিদ, হিটলার, রানা, ও মেয়ে বেলি আরেক পক্ষের ছেলে বুলবুলকে নিয়ে টিকাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতে থাকেন। সিরাজ শেখের পৈত্রিক বসতবাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা এলাকায়। কাজের সুবাদে তারা খুলিপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে টিওবয়েল মিস্ত্রির আড়ালে ধীরে ধীরে মাদকের সিন্ডিকেট গড়ে তোলেন। তবে আজিজ কৌশলে স্থানীয় কালু ফকিরের মেয়ে বিয়ে করে বনে যান।

মজিদ বিয়ে করেন রবের মেয়েকে। এরা এলাকায় গড়ে তুলেন মাদক, কিশোর গ্যাং জমিদখল সিন্ডিকেট বাহিনী । আজিজ তার বাহিনীরা টাকার বিনিময়ে কখনো সরকারি দলের আবার কখনো বিরোধী দলের মিটিং মিছিল করে বেড়ান। এদের মুল কাজ রাজনৈতিক দলে ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসা ও ত্রাসের রাজত্ব কায়েম করা। জানাযায়, গত ২ মাস ধরেই হামলার পরিকল্পনা করা হচ্ছিলো। হামলার মূল হোতা আজিজ তার কিশোর গ্যাং বাহিনী নিয়ে এলাকায় নাশকতা করতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে প্রয়োজনীয় যাবতীয় ব্যবস্থা নিতে একাধিকবার রাজশাহী মহানগরীর পুলিশ কমিশনার জনাব আনিসুর রহমান ও বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন কে অভিযোগ করা হয়। কিন্তু, তারা অভিযুক্ত আজিজ বাহিনীর বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেননি। বরং তাদের কে আগে থেকেই অভিযোগের বিষয়ে জানিয়ে দিয়ে সতর্ক করা হত বলে অভিযোগ উঠেছে। আজিজ ও তার বাহিনী বেশ কযেক বছর থেকেই বেপরোয়া । তারা এলাকায় ত্রাস রাজত্ব সৃষ্টি করে আসছিল। অনেকদিন থেকেই আহত ব্যক্তিদের প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিল।

এঘটনার জেরধরে গত (২৭ জুন) সন্ধ্যার পর নগরী সিএনবি’র মোড় এলাকায় আহত মুকুল ও মনার চাচাতো ভাই কাজলকে অস্ত্রের মুখে জিম্মি করার চেষ্টা করে আজিজ, হিটলার, সুইট ও সজীব। এ ব্যাপারে, কাজল বলেন, আমি অটো রিক্সার নিয়ে যাচ্ছিলাম হঠাৎ করে ওরা আমার অটো রিক্সার সামনে ঘিরে ফেলে। সবার হাতে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল। আমি চিৎকার করলে স্থানীয় লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কাজল আরো বলেন, যে, এলাকায় আমাকে ঘিরে ধরেছিল সেখানে হিটলারের শ্বশুরবাড়ি। এঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি বোয়ালিয়া মডেল থানার পুলিশ। প্রকাশ্যে দিবালোকে হাতের কব্জি কেটে নেয়ার ঘটনার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এমনই অভিযোগ করেছেন মামলার বাদি।

অপরদিকে, মামলার আরেক ভিকটিম মনা ইসলাম অভিযোগ করে বলেন, আসামীদের গ্রেপ্তার তো দূরের কথা উল্টো গত ২৮ শে জুন আমাদের বাড়িতে এসে রাতে শাসিয়ে গেছে বোসপাড়া পুলিশ ফাঁড়ির এটিএসআই লুৎফর রহমান। এ ব্যাপারে (এটিএসআই) লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওসি স্যারের নির্দেশে আমি গিয়েছিলাম। এছাড়াও, মামলার তদন্ত প্রক্রিয়া নিয়েও তদন্তকারী কর্মকর্তা গোলাম মোস্তফার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। জানাগেছে, ২০২০ সালে গোলাম মোস্তফা বোয়ালিয়া মডেল থানায় কর্মরত থাকা অবস্থায় নানান বিতর্ক সৃষ্টি করেন। পুলিশের ভাবমূর্তি বজায় রাখতে সাবেক পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক তাকে বোয়ালিয়া মডেল থানা থেকে তাকে অন্য থানায় বদলি করেন।

পরবর্তীতে গত ১৬ ফেব্রুয়ারি ২০২৩ বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন সোহরাওয়ার্দী হোসেন। ওসি হিসেবে যোগদানের পরপরই আবারও এসআই মোস্তফাকে বোয়ালিয়া মডেল থানায় তকদির করে তাবে নিয়ে আসেন। এদিকে আসামিদের ধরতে ব্যর্থতার পরিচয় দিয়েছে পুলিশ! ঘটনার ১২ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। এরআগে, ভয়ংকর সব অপরাধের সাথে যুক্ত থাকার অভিযোগে ১০ অক্টোবর ২০২০ সালে কিশোর গ্যাংয়ের ৫৬ জন সদস্যকে আটক করেছিল পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ১২টি থানায় একযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৬ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করে। এরমধ্যে ৩২ জনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের কাছে তুলে দেয়া হয় ও বাকি ২৪ জনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এ অভিযান আরো জোরতাল করা হবে

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

হাতের কবজি কেটে নেয়া আজিজ ও তার বাহিনীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

শেরপুর ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ ২ এপ্রিল ২০২৪ সাভারে পাঁচ গাড়িতে আশুন, হতাহত ১১

হলফনামা (নাম ও জন্ম তারিখ সংশোধন সংক্রান্ত)

রাঙামাটি পার্বত্য জেলা সভাপতি এবং চট্টগ্রাম উত্তর জেলা কমিটির তাঁতি লীগের যুগ্ম আহবায়ক বিকাশ দাশ গুপ্তর কিছু কথা

রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ ব্যবসায় বাদা দেওয়ায় প্রতিবেশীর উপর হামলা রমেকে ভর্তি তিন।

আজ ২৬ শে মাচ মহান স্বাধীনতা দিবস উপলক্ষেবীর মুক্তিযোদ্ধা এবং সকল শহীদদের প্রতি নিরাপদ সড়ক চাই ( নিসচা ) ভৈরব শাখার পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা

পটুয়াখালীর বাউফলে কিশোর গ্যাংয়ের ছুরিআঘাতে দশম শ্রেনীর এক শিক্ষার্থী আহত হয়েছেন।

গাজীপুরে ইয়াবা ব্যবসায়ীর বিরোদ্ধে নিউজ করাতে সাংবাদিক কে হত্যার জন্য অপহরনের চেষ্টা।

সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় বাচ্চু মিয়ার মৃত্য।