Friday , 23 June 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করছে কাজী আব্দুস সত্তার ফাউন্ডেশন।

প্রতিবেদক
Staff Reporter
June 23, 2023 1:22 pm

এস এম নওরোজ হীরাঃ বরিশালঃ-

শ্রেণীকে খেলাধুলায় উৎসাহিত করে মাদকমুক্ত সমাজগড়তে কাজ করে যাচ্ছে পিরোজপুরের কাউখালী উপজেলার সমাজসেবামূলক সংগঠন কাজী আব্দুস সত্তার ফাউন্ডেশন। নিয়মিত ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সংগঠনটি এলাকার কিশোর ও যুবশ্রেণীকে খেলাধুলায় উৎসাহিত করে আসছে। পাশাপাশি মাদকের কুফল সম্পর্কে তাদেরকে অবহিত করে বিভিন্ন ভাল কাজে সম্পৃক্ত হতে উৎসাহিত করা হচ্ছে।

কাউখালীর ১নং সয়না-রঘুনাথপুর ইউনিয়নের সমাজসেবী কাজী আব্দুল্লাহ আল মামুন সম্পূর্ণ ব্যাক্তি উদ্যোগে এই ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করেন সালে। প্রতিষ্ঠার পর থেকেই নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য অল্পদিনেই পুরো জেলায় সুনাম কুড়িয়েছে প্রতিষ্ঠানটি। এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, শুধু খেলাধুলার আয়োজন কিংবা মাদকের বিরুদ্ধে লড়াই নয়, অত্র অঞ্চলের অসহায় মানুষ ও দরিদ্র শিক্ষার্থীদের কল্যাণেও কাজ করে যাচ্ছে কাজী আব্দুস সত্তার ফাউন্ডেশন। সংগঠনটি এলাকার গৃহহীন মানুষের মাঝে টিন বিতরণ করে আসছে। পাশাপাশি শতাধিক দরিদ্র শিক্ষার্থীর মাঝে নিয়মিত শিক্ষা উপকরণ এবং ঈদ সহ বিভিন্ন উৎসবে নতুন জামা-কাপড় বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি।

ফাউন্ডেশনটির কার্যক্রম সম্পর্কে কাউখালী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন বলেন, ‘আমি শুরু থেকেই দেখে আসছি কাজী আব্দুস সত্তার ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই এলাকার আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রেখে চলছে। এটি এখন এই অঞ্চলের দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের ভরসার প্রতীকে পরিণত হয়েছে। পাশাপাশি যুবকদেরকে মাদক থেকে দূরে রাখতে নিয়মিতভাবে খেলাধুলার যে আয়োজন করছে সেটিও প্রশংসার দাবিদার।’ সার্বিক কার্যক্রম নিয়ে কাজী আব্দুস সত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম আরো বিস্তৃত করতে যাচ্ছি। ক্লাস নাইন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষন এবং পাশাপাশি নারীদের সাবলম্বি করার জন্য ফ্রি সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র চালু করার উদ্যোগ নিয়েছে আমাদের সংগঠন।’

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৩ পালন করলেন দিনাজপুর জেলা প্রশাসনও দিনাজপুর উপজেলা রাজস্ব প্রশাসন।

যশোর জেলা অভয়নগর উপজেলায় ৭৫তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস -২০২৩ উদযাপন করা হয়।

রাজপথেই আন্দোলনের মাধ্যমে বিএনপি-জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র-অগ্নিসন্ত্রাস সম্মিলিতভাবে প্রতিহত করা হবেঃ আলতাফুজ্জামান মিতা

যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, তাদেরকে মোকাবেলা করবে যুবসমাজ-কৃষিমন্ত্রী

দৌলতপুরে বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণার অভিযোগ উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে

গাজীপুরে ক্লুলেস ডাকাতি মামলার ১০ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটনসহ ৪ ডাকাত গ্রেফতার।

রংপুরের পীরগাছায় ইডিসি ও এসএমসি সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শেরপুরের অবস্থিত ঝিনাইগাতী উপজেলা অন্যতম একটি সংগঠন আলোর সন্ধানে (আসঝি) আয়োজিত কুইজ প্রতিযোগিতা ২০২৩

কুষ্টিয়ায় র‌্যাবের মোবাইল কোর্টের মাধ্যমে ভেজাল প্রসাধনী তৈরি কারখানায় ভেজাল প্রসাধনী ক্রয়-বিক্রয়ের অভিযোগে একজন আটক

বেনাপোলে র‌্যাবের অভিযানে ২১টি ককটেল উদ্ধার