Saturday , 17 June 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

ভারত-বাংলাদেশ মৈত্রী পীস এ্যাওয়ার্ড অনুষ্ঠানে সুনীল চক্রবর্ত এপার বাংলা-ওপার বাংলার মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ড শান্তির সেতুবন্ধন রচনা করবে।

প্রতিবেদক
Staff Reporter
June 17, 2023 1:06 pm

মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধিঃ-

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি, জেলা গীতা সংঘের সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সুনীল চক্রবর্তী বলেছেন, এই এ্যাওয়ার্ড শুধু আমার গৌরব নয়, দিনাজপুরবাসীর কাছে শান্তির গৌরব। এপার বাংলা-ওপার বাংলার মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ড শান্তির সেতুবন্ধন রচনা করবে।

রচনা করবে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে । শুক্রবার রাতে দিনাজপুর শিল্পকলা একাডেমী চত্বরে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে “ভারত-বাংলাদেশ মৈত্রী মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পীস এ্যাওয়ার্ড” পুরষ্কৃত হওয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে এ কথাগুলো বলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি স্বরূপ বকসী বাচ্চু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং, যুব ঐক্য পরিষদের সভাপতি জয়ন্ত মিশ্র, ছাত্র ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি অমৃত রায়, দিনাজপুর সরকারী কলেজের ভাইস প্রিন্সিপাল রবীন্দ্র নারায়ন ভট্টাচার্য, ব্রাহ্মন সংসদের সাধারণ সম্পাদক মৃতুঞ্জয় ব্যানার্জী, সনদ চক্রবর্তী লিটু, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিৎ কুমার দাস, সাধারণ সম্পাদক গৌরঙ্গ রায়, মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী মল্লিকা রানী।

অনুষ্ঠানে উপস্থিত সংগঠনের পক্ষ থেকে সুনীল চক্রবর্তীকে পীস এ্যাওয়ার্ড পাওয়াতে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

::::একটু আশা:::: ———-তাসমিয়া মিম—-

শেরপুর ঝিনাইগাতীর ঐতিহাসিক কাটাখালি যুদ্ধ দিবস পালিত।

কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে আটক ৩ জন

টেপির বাড়ি উচ্চ বিদ্যালয়ের নব গঠিত পরিচালনা  কমিটি গঠন। 

ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক জাহাঙ্গীর এর জন্য দোয়া মাহফিল ।

দৈনিক হালচাল নিউজ এর প্রকাশক ও সম্পাদক ডাঃ মনা চীন সফর শেষে আজ দেশে পদার্পণ।

নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলবোঝাই একটি ট্রলারে আগুন।

চাঞ্চল্যকর শ্রমিক নেতা শহিদুল ইসলাম হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তার।

দিনাজপুরের বেদানা লিচু ফ্রান্সে রপ্তানির ক্ষেত্রে সাফল্যের মুখ দেখেছে।

বিএনপির এক দফা আন্দোলন বাস্তবায়নের লক্ষে রংপুর জেলা মৎসজীবী দলের গনমিছিল ও সমাবেশ।