Sunday , 11 June 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

রংপুর কারাগারে দু’মাসের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু।

প্রতিবেদক
Staff Reporter
June 11, 2023 5:19 pm

মাটি মামুন রংপুর:-

রংপুর কারাগারে দু’মাসের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু রংপুর কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় ভ্রাম্যমান আদালতে দু-মাসের সাজাপ্রাপ্ত এক আসামি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধান অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত-ঐ যুবকের নাম মোঃ আবু সাঈদ চৌধুরী (৩৫),সে মিঠাপুকুর উপজেলার ০৩ নং পায়রাবন্দ ইউনিয়নের পূর্ব চূহড় এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, রবিবার (৪-জুন) আবু সাঈদ চৌধুরী নামে ঐ কয়েদি মাদক মামলায় ভ্রাম্যমান আদালতে দু-মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন। কারাভোগ করাকালীন সময়ে বুধবার (৭-জুন) রাতে বুকের ব্যথা অনুভব করলে তাকে কারা হাসপাতালে প্রেরণ করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

রবিবার (১১-জুন) বিকাল আনুমানিক তিনটার সময় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। মৃত-আবু সাঈদ চৌধুরীর চাচাত ভাই রুস্তম আলী জানান,আবু সাঈদকে গতরাতে হাসপাতালে ভর্তি করার কথা আমরা শুনতে পেরেছি,তবে কিভাবে তার মৃত্যু হলো এ পর্যন্ত আমরা জানিনা। এ বিষয়ে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ মাহবুবর রহমান মাহবুবজানান,কিভাবে তার মৃত্যু হলো বিষয়টি এখনো আমি সঠিক ভাবে জানিনা।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান জানান, আবু সাঈদ নামে ঐ যুবক মাদক কারবারি ছিলো। নসে হেরোইনের ব্যবসা করতো। তাকে গ্রেফতার করা হলে ভ্রাম্যমান আদালত দু মাসের কারাদণ্ড প্রদান করেন। কারা সূত্রে জানা গিয়েছে, আজ (১১-জুন) চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন। লাশের পোস্ট মর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্য আবু সাঈদ এর মা সাজেদা বেগম( ৬৪) বলেন আমার ছেলে কে চিকিৎসার অভাবে মেরে ফেলেছে। তার হার্ডের কোনো সমস্যা ছিলোনা সে কি ভাবে স্ট্রক করলো।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজ সংবাদ।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ওরফে আরিফ বাপ্পীর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরালের পর তাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মোঃ নুরুজ্জামান রাজু হবিগঞ্জ জেলা প্রতিনিধি সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন এবং শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি পদ থেকে মো. মোশারফ হোসেনকে অব্যাহতি দেওয়া হলো।’ জানা গেছে, গত শুক্রবার বাপ্পীর ৩ মিনিট ৩৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ওয়াটসঅ্যাপে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, বাপ্পী অজ্ঞাত এক তরুণীর সঙ্গে ভিডিও কলে কথা বলছেন ও তাকে উড়ো চুম্বন দিচ্ছেন। গোসলরত তরুণীকে দেখে এক পর্যায়ে বাপ্পী নিজেও বিবস্ত্র হয়ে পড়েন। পরে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে ছাত্রলীগে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পী ভিডিওটি এডিটিং করা হয়েছে বলে তার ফেসবুক পোস্টে দাবি করেন। এবং তিনি এই মর্মে বানিয়াচং থানায় ডিজি করেন । সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন জানান, রোববার রাতে বাপ্পীকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে তার জায়গায় কাউকে এখনও ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়নি।

অসহায় বৃদ্ধ আব্দুল মান্নার এর চোখের অপারেশন করিয়েছেন,আওয়ামী লীগ নেতা জনাব খোরশেদ আলম

উত্তরবঙ্গে পাট চাষের ফলন ভালো হলেও অনাবৃষ্টিতে বিপাকে পাটচাষীরা।

শেরপুর জেলা ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন।

নিয়োগ বিজ্ঞপ্তি “স্বর্ণ ফুড এন্ড বেভারেজ” এর

সংবাদকর্মীদের মারধর ; সরকারি দপ্তরে ৮ ঘন্টা অবরুদ্ধ।

রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডনে ১৫টি স্বর্ণের বারসহ এক যুবক আটক।

দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত।

তরুণ প্রজন্মের সৎ সাহসী “ভেড়ামারা থানার ওসি তদন্ত শেখ লুৎফর রহমান