মাটি মামুন রংপুর:-
রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড শ্যামলী পরিবহন (এসপি) গাড়ির ফয়সাল নামের এক যাত্রী থেকে ১৫০ ভরি ওজনের ১৫টি স্বর্ণের বার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ টাকা। বুধবার (৭ জুন) সকাল পৌনে ৯টায় ওই যুবকের কোমর থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।
আটক ফয়সাল হলেন,মুন্সিগঞ্জ জেলা সদরের দেওভোগ মৃধাবাড়ি এলাকার আবুল হোসেনের পুত্র । বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন।তিনি জানান, ইয়াবার চালান রংপুর থেকে ঢাকা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কামরপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়।
এসময় শ্যামলী পরিবহনের যাত্রী ফয়সাল নামে এক যুবকের কোমর থেকে স্বর্ণের ১৫টি বার জব্দ করা হয়। ওই যাত্রীর পরিহিত প্যান্টের বেল্টের নিচ থেকে বিশেষ কায়দায় স্কচটেপ মোড়ানো ছিল স্বর্ণগুলো। ফয়সাল স্বর্ণের বার ঢাকা থেকে নিয়ে রংপুরে আসছিলেন। মাদকদ্রব্য অধিদপ্তর রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন সাংবাদিক দের জানান , আটক ফয়সালকে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানায় হস্তান্তর করা হবে।