Monday , 29 May 2023 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. প্রবাস
  7. বিজ্ঞান ও প্রযুক্তি
  8. রাজনীতি
  9. সারাদেশ

রংপুরের মহিপুর তিস্তা সেতুতে ভারী যান চলাচল বন্ধ।

প্রতিবেদক
Staff Reporter
May 29, 2023 5:48 pm

মাটি মামুন রংপুর প্রতিনিধি:-

রংপুরের মহিপুর দ্বিতীয় তিস্তা সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন। সেতুর সংযোগ সড়কের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হওয়ায় যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কায় গতকাল(২৮মে)রোববার রাত থেকে তা কার্যকর হয়।

জানা গেছে, সেতু নির্মাণের চার বছর বন্ধ থাকার পর গত ১১ জানুয়ারি সব ধরনের যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর পর থেকে বুড়িমারী স্থলবন্দর থেকে পাথরবোঝাই ট্রাক চলাচল করছিল ওই সড়কে। যদিও এর আগে পাথরবোঝাই ট্রাকগুলো বুড়িমারী স্থলবন্দর থেকে লালমনিরহাট হয়ে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করত। এদিকে গত ২৫ মে রংপুর-গঙ্গাচড়া সড়ক দ্রুত সংস্কারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীকে ডিও লেটার পাঠিছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সেতু সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক হিসেবে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক ব্যবহার করার জন্য বলা হয়েছে। তিনি আরও জানান, সেতুর সংযোগ সড়ক পুরোপুরি মেরামত না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকরে স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী সোমবার এই প্রতিবেদক কে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই সড়কটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে রংপুর সংযোগ সড়ক নির্মাণসহ কোথায় কী ধরনের সমস্যা হয় তা সমাধানের চেষ্টা চলছিল। কিন্তু সেতুর সংযোগ সড়কের লালমনিরহাট অংশের বিভিন্ন স্থান ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

Loading

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৮ ডাকাত আটক।

শেখ হারিস সাগর মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন চাঁদপুর ৪ আসনের জন্য 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় অভিযোগ রাজবাড়ীতে চাঁদসহ ৫ বিএনপি নেতাদের নামে মামলা হয়েছে।

শেরপুর ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো বেনাপোল-মোংলা রেল চলাচল।

গরুর হাটে চাঁদাবাজি করলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে বললেন আইজিপি।

টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে যাবে জালিম সরকার মুফতি মাসুম বিল্লাহ

কাউলতিয়া সাংগঠনিক থানার কৃষক লীগের নির্বাচনী উঠান বৈঠক উক্ত নির্বাচন বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাসেল এমপি

মাননীয় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রিট আদালত চট্টগ্রাম

শেরপুর ঝিনাইগাতী গাজা সহ গ্রেপ্তার-১।